ভূগোল থেকে আরও তথ্য

  1. সিয়াচেন হিমবাহ অবস্থিত- নাব্রা উপত্যকা (কারাকোরাম)
  2. পৃথিবীর শীতলতম স্থান -সাইবেরিয়া (ভারখয়ানস্ক)।
  3. ভারতের শুল্কমুক্ত বন্দর হলাে -কান্ডালা।
  4. একটি কম্পিউটার নিয়ন্ত্রণ বন্দরের নাম-নভসেবা।
  5. মহারাষ্ট্রের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হলাে- ট্রম্বে।
  6. Solar System এর আবিষ্কারক- কোপার্নিকাস।
  7. ডিজেল বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়েছে- আসামের ডিগবয়।
  8. ভারতে বৃহত্তম সার কারখানা আছে- সিন্ত্রিতে।
  9. কলকাতা বন্দরের সহযােগী বন্দর হলাে - হলদিয়া।
  10. আরবসাগরের রানী বলা হয়- কোচিনকে।
  11. দিয়ারা অঞ্চলটি বাংলার মালদা জেলার সঙ্গে যুক্ত।
  12. উত্তরপ্রদেশের সর্বপ্রধান শিল্পকেন্দ্র- কানপুর।
  13. ওখা বন্দরটি গুজরাট রাজ্যে অবস্থিত।
  14. পডসল মৃত্তিকা পশ্চিম হিমালয় অঞ্চলে দেখা যায়।
  15. ভারতের প্রথম পাটকলটি স্থাপন হয়েছিল-পশ্চিমবঙ্গের রিষরায়।
  16. সবুজ বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন-William S.Gaud (১৯৬৮)।
  17. সরিষা উৎপাদনে ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে।
  18. পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম- কলসুবাই(1646 মিটার)।
  19. "কচ্ছ " শব্দের অর্থ - জলাময় দেশ।
  20. ব্রহ্মপুত্র নদী "Sky River " নামে পরিচিত ।
  21. গর্জন পর্ণমােচী শ্রেণির বৃক্ষ।
  22. প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম- মারিয়ানা টেঞ্চ গভীরতা ১১,০৩৩ মিঃ।
  23. শনি গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি, ২২টি ।
  24. হ্যালির ধূমকেতু আবিষ্কার করেন- এডমন্ড হ্যালি। 76 বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়। সর্বশেষ ১৯৮৬ সালে দেখা গেল। পরবর্তীতে ২০৬২ সালে দেখা যাবে।
  25. কোনটি সবচেয়ে বড় গ্রহ- বৃহস্পতি।
  26. সবচেয়ে ছােট গ্রহ- বুধ।
  27. জাহাজ শিল্পের সঙ্গে পশ্চিমবঙ্গের গার্ডেনরিচ অঞ্চলটি সংযুক্ত।
  28. ভারতের ম্যানচেস্টার বলা হয়- আমেদাবাদকে।
  29. ভারতের সবচেয়ে দীর্ঘ জাতীয় সড়ক-বারাণসী থেকে কন্যাকুমারী।
  30. বিশাখাপত্তনম ইস্পাত কারখানাটি পূর্বতন সােভিয়েত ইউনিয়ন দেশের আর্থিক ও কারিগরী সহযােগিতায় গড়ে তােলা হয়েছে।
  31. ব্যাঙ্গালাের শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়।
  32. আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম- স্যাডল পিক (৭৫০ মিটার) ।
  33. কর্ণাটকের পূর্ব নাম ছিল- মহীশূর।
  34. চা রপ্তানিতে ভারত পৃথিবীতে তৃতীয় স্থান অধিকার করে।
  35. ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয়।
  36. তুলা উৎপাদনে ভারত পৃথিবীতে তৃতীয় স্থান অধিকার করে।
  37. মিগ বিমানের কারখানা স্থাপিত হয়েছে- নাসিকে।
  38. ম্যাটার হর্ন আল্পস পর্বতমালার অন্তর্গত।
  39. মেগাসিটির নির্ধারিত জনসংখ্যা- ৫০ লক্ষের বেশি।
  40. চিনাবাদাম উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে- গুজরাট।
  41. পশ্চিমবঙ্গের ঝালদা ও মানবাজার অঞ্চলে লাক্ষা চাষ সবচেয়ে বেশি হয়।
  42. মালপ্রভা নদী কর্ণাটক রাজ্যে অবস্থিত।
  43. বাংলার রাঢ় অঞ্চলের সবচেয়ে বড়াে নদী- দামােদর।
  44. ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারী লৌহ-ইস্পাত কারখানা- TISCO জামসেদপুর।
  45. বরােদা শহরের নতুন নাম- ভাদোদরা।
  46. সর্দার সরােবর সেচ প্রকল্প ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত।
  47. ইউরােপের বৃহত্তম হ্রদের নাম- ল্যাডােগা।
  48. কলকাতা বন্দরের মাধ্যমে সর্বাধিক চা রপ্তানি করা হয়।
  49. ভারতের দীর্ঘতম হিমবাহের নাম- সিয়াচেন।
  50. পুরুলিয়া জেলার বিখ্যাত নাচের নাম-ছৌ নৃত্য।
  51. সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিঃ ৪৭ সেঃ।
  52. তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি ওড়িশায় অবস্থিত।
  53. ভারতের রূঢ় - দুর্গাপুরকে বলে।
  54. আহমেদাবাদ শহরকে ভারতের ম্যাঞ্চেস্টার’ বলা হয়।
  55. জয়পুরকে ‘গােপালী শহর' বলা হয়।
  56. ভারতের প্রবেশ দ্বার বলা হয় মুম্বাই শহরকে।
  57. আরবসাগরের রানী বলা হয় কোচিনকে।
  58. ভারতের মূলধনের রাজধানী বলা হয় মুম্বাইকে ।
  59. মাদুরাইকে দাক্ষিণাত্যের কাশী বলা হয়।
  60. হুগলী নদীর তীরবর্তী কলকাতা বন্দর এক ধরণের নদী বন্দর।
  61. ভারতে আমদানী বাণিজ্যে মুম্বাই বন্দরের স্থান প্রথম।
  62. ভারতে রপ্তানী বাণিজ্যে মার্মাগাঁও বন্দরের স্থান প্রথম।
  63. ভারতের আমদানী বাণিজ্যে কলিকাতা বন্দরের স্থান দ্বিতীয় ।
  64. ভারতের সর্বশ্রেষ্ট্র সামুদ্রিক বন্দর মুম্বাই।
  65. ভারতে অধিকাংশ লৌহ-আকরিক মার্মাগাঁও বন্দর থেকে বিদেশে রপ্তানী করা হয়।
  66. মােট মাল পরিবহনের ক্ষেত্রে মুম্বাই বন্দরটির স্থান ভারতের মধ্যে প্রথম।
  67. যাত্রী পরিবহনের ক্ষেত্রে মাদ্রাজ বন্দরটি ভারতের মধ্যে প্রথম স্থান।
  68. ডলফিনস নােজ’ নামক অন্তরীপ দ্বারা পরিবেষ্ঠিত বন্দরটির নাম বিশাখাপত্তনম।
  69. ভারতের প্রথম হাইটেক বন্দর নভসেবা।
  70. নভসেবা বন্দরটির নতুন নাম জওহরলাল নেহেরু বন্দর।
  71. বৃক্ষরূপী নদীবিন্যাস দেখা যায়মরু অঞ্চলে।
  72. জম্মু তাওয়াই নদীর তীরে অবস্থিত।
  73. ভারতের কেরালা রাজ্যে সবচেয়ে বেশি নদী আছে।
  74. আহমেদাবাদ শহরটি সবরমতী নদীর তীরে অবস্থিত।
  75. তিস্তা নদী জেমু হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে।
  76. পভ বাঁধ বিপাশা নদীতে দেখা যায়।
  77. গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী এলাহাবাদ শহরের পাশ দিয়ে বয়ে গেছে।
  78. ধুয়াধর জলপ্রপাত নর্মদা নদী থেকে সৃষ্টি হয়েছে।
  79. পুছমপাড় বাঁধ গােদাবরী নদীর তীরে অবস্থিত।
  80. ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাতের নাম সরাবতী নদীর গেরসােপ্পা বা যােগ বা মহাত্মা গান্ধী জলপ্রপাত।
  81. বাংলার রাঢ় অঞ্চলের সবচেয়ে বড়াে নদী দামােদর।
  82. এশিয়ার দীর্ঘতম নদী হল ইয়াং-সি-কিয়াং।
  83. সুবর্ণসিরি ও ধানসিরি ব্রহ্মপুত্র নদীর উপনদী।
  84. পােচমপদ নদী প্রকল্প অন্ধ্রপ্রদেশের গােদাবরী নদীর উপর অবস্থিত।
  85. গােদাবরীর নদীর দৈর্ঘ্য 1,450কিমি।
  86. যমুনা নদীর উপনদী তিস্তা ও করতােয়া।
  87. নর্মদা নদীর মহাকাল পাহাড়।
  88. কাকড়াপাড়া প্রকল্প তাপ্তি নদীর উপর অবস্থিত।
  89. ওবরা জলবিদ্যুৎ প্রকল্প রিহান্দ নদীর ওপর নির্মিত হয়েছে।
  90. রাইন নদী উৎপত্তিস্থল আল্পস পর্বতে।
  91. ব্রহ্মপুত্র নদ তিব্বত থেকে থেকে উৎপন্ন হয়েছে।
  92. ব্রহ্মপুত্র নদ তিব্বত, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
  93. ব্রহ্মপুত্র নদী তিব্বতে সানপাে নামে পরিচিত।
  94. ঝিলম নদীর তীরে শ্রীনগর অবস্থিত।
  95. লক্ষণৌ শহরটি গােমতী নদীর তীরে অবস্থিত।
  96. প্রবর, মিকণা, পূর্ণা গােদাবরী নদীর উপনদী।
  97. গঙ্গার ডান তীরের উপনদী শােন।
  98. হায়দ্রাবাদ শহরটি মুসী নদীর তীরে অবস্থিত।
  99. কর্ণাটকের বৃহত্তম বাঁধটি কাবেরী নদীর ওপর দেওয়া হয়েছে।
  100. ভারতের বৃহত্তম নদীর নাম গঙ্গা।
  101. পশ্চিমবঙ্গের হুগলি নদীতে জোয়ার ভাটা হয়।
  102. কাবেরী নদীর উপর মেটুর বাঁধ আছে।
  103. ভাকরা নাঙ্গাল বাঁধ শতদ্রু নদীতে দেওয়া হয়েছে।
  104. দামােদর নদীর উৎস ছােটনাগপুর মালভূমি।
  105. কোশী বহুমুখী নদী প্রকল্প ভারত - নেপালের যৌথ প্রয়াস।
  106. ব্রহ্মপুত্র নদী পদ্মা (গঙ্গা) নদীতে পতিত হয়েছে।
  107. ময়ুরাক্ষী নদীর ওপর নির্মিত “মশানজোড়” বাঁধ ১৯৫৪-৫৫ সালে কানাডা সরকারের সহযােগিতায় নির্মান কাজ সম্পূর্ণ হয় বলে এই বাঁধের অপরনাম “কানাডা বাঁধ ”।
  108. দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ রূপনারায়ণ নামে পরিচিত।
  109. জোয়ারভাটা খেলে এমন একটি নদীর নাম টেমস্ ।
  110. ভীমা, কয়লা ও ঘাটপ্রভা কৃষ্ণা নদীর উপনদী।
  111. ভারতের দুটি অন্তর্বহিনী নদীর নাম লুনী ও মাহি।
  112. দক্ষিন ভারতের দীর্ঘতম নদী হল গােদাবরী।
  113. কটক শহরের সাথে মহানদী নদী সংযুক্ত হয়েছে।
  114. কোলার হ্রদ কৃষা ও গােদাবরী নদী দুটির সংযােগে স্থলে আছে।
  115. দিবং নদীর গতি পরিবর্তিত হয় ১৯৫০ সালে।
  116. গঙ্গার প্রধান শাখানদী যমুনা।
  117. তুঙ্গভদ্রা কৃষ্ণা নদীর উপনদী।
  118. গােদাবরী নদীকে দক্ষিন ভারতের গঙ্গা বলা হয়।
  119. দক্ষিণ এশিয়ার প্রধান নদী সিন্ধু -২৮৮০ কি.মি., গঙ্গা ও ব্রহ্মপুত্র -২৭০০ কি.মি.।
  120. জর্ডান নদীতে মাছ বাঁচতে পারে না।
  121. জব্বলপুরের কাছে ভােরাঘাট জলপ্রপাতটি নর্মদা নদীর উপর।
  122. জলঢাকা নদীর উৎপত্তিস্থল ভুটানের বিদাং হদ।
  123. সরমতী নদীর উৎপত্তি স্থল আরাবল্লি পর্বত।
  124. তিলপাড়া ব্যারেজ ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত হয়েছে।
  125. আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ (৬৬৫০ কি.মি.)।
  126. আমুর নদী ওখটস্ক উপসাগরে পতিত হয়েছে।
  127. ভূটানের দীর্ঘতম নদীর নাম মানস।
  128. প্রবহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে বলে দোয়াব।
  129. ইউরােপের দীর্ঘতম নদী ভলগা (৩৬৯০ কি.মি.) ।
  130. ত্রাসের নদী তিস্তা।
  131. ইয়ার লুং হাং বাে নদী ভারতে বারাণসী নামে পরিচিত।
  132. কানাডা বাঁধ ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত।
  133. ব্রোচ বন্দর নর্মদা নদীর তীরে অবস্থিত।
  134. গঙ্গা নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
  135. আত্রেয়ী বা আত্রাই নদীর তীরে আছে বালুরঘাট শহর।
  136. আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট ব্ল্যাক।
  137. গিরনার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম গােরক্ষনাথ।
  138. পশ্চিমঘাট পর্বত তীর্যক স্তুপ পর্বতের উদাহরণ।
  139. পূর্বঘাট পর্বতের অপর নাম মলয়াদ্রি।
  140. পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোদাইকানাল।
  141. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম অন্ধ্রপ্রদেশ ও ওডিশা সীমান্তে অবস্থিত আরমা কোন্ডা(1680 মিটার)।
  142. সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বতমালার অংশ।
  143. ভারতের প্রাচীনতম পর্বত আরাবল্লি।
  144. পর্বতের ঢালে ধাপ কেটে কেটে ভুমি সংরক্ষনের পদ্ধতিকে টেরাসিং বলে।
  145. নীলগিরি পাহার পশ্চিমঘাট পর্বতশ্রেনীর অংশ।
  146. গডউইন অস্টিন কারাকোরাম পর্বতশ্রেনীর অন্তর্গত।
  147. পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কলসুবাই(১৬৪৬ মিটার)।
  148. প্রাচীন ভঙ্গিল পর্বত আরাবল্লী বর্তমানে ক্ষয়জাত পর্বত।
  149. হিডা পর্বতকে জাপানের আল্পস বলে।
  150. বিন্ধ্য পর্বতের পূর্বাংশ কাইমুর নামে পরিচিত।
  151. শিরদরিয়া তিয়েনশান পর্বত থেকে উৎপত্তি হয়েছে।
  152. আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরু শিখর।
  153. সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ধূপগড়া।
  154. পশ্চিম পাহাড়ের অপর নাম সহ্যাদ্রি পর্বত।
  155. খারদুংলা গিরিপথ লাদাখ পর্বতশ্রেনীর অন্তর্গত।
  156. দাক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের প্রধান পর্বতের নাম সহ্যাদ্রি।
  157. বাংলার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম সান্দাকফু (৩৬৩০m)।
  158. বঙ্গোপসাগরের অন্তর্ভুক্ত দুশাে চারটি দ্বীপ আছে।
  159. ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম দার্জিলিং-এর সিদ্ৰাপং ।
  160. হিন্দুস্থান শিপইয়ার্ড বিশাখাপত্তনমে অবস্থিত।
  161. রাজস্থানের সমান্তরাল বালিয়াড়ির মধ্যবর্তী লম্বা হ্রদকে বলা ধান্দ।
  162. মাউন্ট এভারেস্টের সরকারি নাম পি১৫।
  163. ভারতে বিজ্ঞানসম্মত ভাবে জনগণনা ১৮৭২ সালে করা হয়।
  164. কয়লা উৎপাদনে ভারত পৃথিবীতে পঞ্চম স্থান দখল করে।
  165. জাতীয় বীজ নিগম (NSC) স্থাপিত হয় ১৯৬৩ সালে ।
  166. চিপকো আন্দোলনের অন্যতম স্লোগান ছিল "Environment is Permanent Economy"।
  167. অয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়।
  168. ভারতে বিটুমিনাস কয়লা বেশী পাওয়া যায়।
  169. ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা যায়।
  170. আখ উৎপাদনে প্রথম স্থানে আছে উত্তর প্রদেশ।
  171. ভারতের ঝাড়খন্ড রাজ্যে সর্বাধিক অভ্র পাওয়া যায়।
  172. চিনে কৃষিজীবির সংখ্যা শতকরা ৭৫ ভাগ ।
  173. কার্পাস উৎপাদনে ভারতের স্থান সপ্তম।
  174. গম উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান চতুর্থ ।
  175. দক্ষিণ এর ধানের ভাণ্ডার বলা হয় তামিলনাড়ুকে।
  176. ভারতের আসাম রাজ্যে বেশি চা উৎপন্ন হয়।
  177. রাগী উৎপাদনে কর্ণাটক রাজ্য প্রথম স্থান অধিকার করে।
  178. খাসি পাহাড় মেঘালয় রাজ্যে অবস্থিত।
  179. অযােধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় অবস্থিত।
  180. ছােটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় পরেশনাথ।
  181. টিম্বা একপ্রকার বালির পাহাড়।
  182. শুশুনিয়া ও বিহারীনাথ পাহাড় বাঁকুড়া জেলায় অবস্থিত।
  183. মামা – ভাগ্নে পাহাড় বীরভূম জেলার দুবরাজপুরে অবস্থিত।
  184. বিহারীনাথ পাহাড় আছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায়।
  185. ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী, ভারতের সবচেয়ে গরীব রাজ্য ছত্তিশগড়।
  186. ভারতের কর্ণাটক রাজ্য কফি উৎপাদনে প্রথম।
  187. ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান।
  188. ভারতের সর্বাধিক সেচ প্লাবিত রাজ্য পাঞ্জাব।
  189. আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান।
  190. জাফরান উৎপাদনে জম্মু ও কাশ্মীর প্রথম স্থান অধিকার করে।
  191. ভারতে কফি উৎপাদনে কর্নাটক রাজ্য প্রথম স্থান অধিকার করে।
  192. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা বিশাখাপত্তনমের হিন্দুস্থান শিপ ইয়ার্ড।
  193. ভারতের বৃহত্তম টায়ার নির্মান কারখানা ‘ডানলপ ইন্ডিয়া লিমিটেড” সাহাগঞ্জে অবস্থিত।
  194. ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যালশিল্পের কারখানা গড়ে উঠেছে সুরাটে।
  195. ভারতের কর্নাটকের ব্যাঙ্গালুরু বিমান পােত তৈরির কারখানা আছে।
  196. ভারতে প্রথম পেট্রো-রাসায়নিক কারখানা গড়ে উঠেছিল ট্রম্বে শহরে।
  197. বারানসী শহরে ডিজেল ইঞ্জিন তৈরির কারখানা আছে।
  198. অষ্টমুদী হ্রদ কেরালার কোলাম জেলাতে অবস্থিত।
  199. সিঙ্গারেনী কয়লাখনি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত।
  200. নামধাপা ব্যাঘ্র প্রকল্প অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত।
  201. মাইথন বাঁধটি ভারতের ঝাড়খন্ড রাজ্যে অবস্থিত।
  202. ভারতের সর্বাধিক কাপড় কল আছে গুজরাট রাজ্যে।
  203. দশম জলপ্রপাতটি ঝাড়খন্ড রাজ্যে অবস্থিত।
  204. তুঙ্গভদ্রা বাঁধ প্রকল্পটি কর্ণাটকে রাজ্যে আছে।
  205. ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য হিমাচল প্রদেশে রাজ্যে নেই।
  206. সিকিম ভারতের অঙ্গ রাজ্যে পরিনত হয় 1975 সালে।
  207. রামেশ্বর মন্দির তামিলনাড়ু রাজ্যে অবস্থিত।
  208. রােটাংপাস গিরিপথ ভারতের হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত।
  209. ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে বনাঞ্চল সবচেয়ে বেশি।
  210. তিব্বতে যাওয়ার জন্য নাথুলা গিরিপথটি সিকিম রাজ্যে আছে।
  211. ঘানা পক্ষিনিবাস রাজস্থান রাজ্যে অবস্থিত।
  212. কানহা অভয়ারন্য মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত।
  213. সাততাল লেকটি উত্তরাখন্ড রাজ্যে অবস্থিত।
  214. পারাদ্বীপ বন্দরটি ওড়িশা রাজ্যে অবস্থিত।
  215. মহারাষ্ট্র রাজ্যে সড়ক দৈর্ঘ্য সবচেয়ে বেশি।
  216. কোচিন তৈল শােধনাগারটি কেরালায় অবস্থিত।
  217. পৃথিবীর উচ্চতম বিল্ডিং বুর্জ খলিফা।
  218. পৃথিবীর গভীরতম ফিয়র্ড নরওয়ের সেভলে ফিয়র্ড।
  219. হায়দ্রাবাদের যমজ শহর সেকেন্দ্রাবাদ।
  220. আয়তনে ক্ষুদ্রতম রাজ্য গােয়া।
  221. ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য উত্তর প্রদেশ।
  222. ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য সিকিম।
  223. ভারতের সব থেকে উঁচু সড়কপথ খারদুংলা সড়কপথ।
  224. পৃথিবীতে মহাদেশ রয়েছে৭ টি যথাঃ এশিয়া, ইউরােপ, আফ্রিকা,উত্তর আমেরিকা, দক্ষিন আমেরিকা, অস্ট্রেলিয়া ও এন্টার্কটিকা।
  225. পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া।
  226. পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়া।
  227. আয়তনে পৃথিবীর ছােট দেশ ভ্যাটিকান।
  228. আয়তনে পৃথিবীর বড় দেশ রাশিয়া।
  229. জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ চীন।
  230. জনসংখ্যায় পৃথিবীর ছােট দেশ ভ্যাটিকান।
  231. ভারতের বিখ্যাত মহানগরী মুম্বাই।
  232. ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুঁদ।
  233. মেরু অঞ্চলের বাইরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হিমবাহ সিয়াচেন।
  234. ওড়িশা রাজ্যের State Animal সম্বর হরিণ।
  235. ভারতের বৃহত্তম বিমানবন্দর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লী।
  236. ছােটনাগ মালভূমির উচ্চতম পাহাড় পরেশনাথ।
  237. অধিক সীমান্তবর্তী দেশ চীন (১৪ টি দেশের সাথে)।
  238. ভারতের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারন্য পেরিয়ার (কেরালা)।
  239. পৃথিবীর অন্যতম বৃহৎ গিরিখাত সিন্ধু নদের গিরিখাত।
  240. পৃথিবীর সর্বচ্চ Gravity Dam মাইথন।
  241. পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ আলাস্কার হুবার্ড।
  242. ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট উৎপাদক অঞ্চল পালামৌর খনি অঞ্চল।
  243. ভারতের উচ্চতম শহর লে বা লেহ।
  244. পৃথিবীর বৃহত্তম লােহার খনি ঝাড়খন্ডের চিরিয়া।
  245. ভারতের দক্ষিণতম স্থলবিন্দু ইন্দিরা পয়েন্ট।
  246. কার্বন মুক্ত দেশ ভুটান।
  247. ভারতের সবচেয়ে দীর্ঘ জাতীয় সড়ক বারাণসী থেকে কন্যাকুমারী।
  248. সূয়েজ ক্যানাল ইজিপ্টে অবস্থিত।
  249. “চ্যালেঞ্জার খাত ” প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
  250. তিলপাড়া জলসেচ খালটি বীরভূমে অবস্থিত।
  251. ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি কোচিনে অবস্থিত।
  252. পাত্ৰাতু-জপেলা শিল্প অঞ্চলটি ছােটনাগপুর শিল্পাঞ্চলে অবস্থিত।
  253. ভারতের Rail Factory ব্যাঙ্গালাের অবস্থিত।
  254. কেন্দ্রীয় মৎস শিকার কেন্দ্র ও মৎস্য গবেষণাগারটি কোচিতে অবস্থিত।
  255. সাইল্যান্ট ভ্যালি কেরলে অবস্থিত।
  256. বাংলার সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত জায়গা ' বক্সদুয়ার' জলপাইগুড়ি জেলায় অবস্থিত।
  257. মান্নার উপসাগর তামিলনাড়ুর দক্ষিণ -পূর্বে অবস্থিত।
  258. ভারত সরকারের গম গবেষনা কেন্দ্র পুসা ইনস্টিটিউট (দিল্লি)-এ অবস্থিত।
  259. সেন্ট্রাল রাইস ইনস্টিটিউট কটকে অবস্থিত।
  260. মানস সরােবর লেক চীনে অবস্থিত।
  261. ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ফরেস্ট ম্যানেজমেন্ট ভূপাল শহরে অবস্থিত।
  262. ভরতপুর পাখিরালয় রাজস্থানে অবস্থিত।
  263. ভারতের সুনামি পূর্বাভাস কেন্দ্র ২০০৭ সালের ১৫ অক্টোবর , অন্ধপ্রদেশের হায়দ্রাবাদে স্থাপিত হয়।
  264. ডিজেল লােকোমােটিভ ওয়ার্কস উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত।
  265. ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরী তামিলনাড়ুর পেরাম্বুরতে অবস্থিত।
  266. ভারতের প্রথম সুতাকলটি স্থাপিত হয় ঘুসুড়িতে।
  267. ভারতের সর্ববৃহৎ রাসায়নিক সার তৈরীর কারখানাটি সিন্ধ্রীতে অবস্থিত।
  268. জাভা দ্বীপ প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
  269. ডানকান প্যাসেজ বড়াে আন্দামান ও ছােট আন্দামানের মধ্যে অবস্থিত।
  270. এঞ্জেল জলপ্রপাত ভেনেজুয়েলায় অবস্থিত।
  271. দার্জিলিং এ অবস্থিত পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুমের উচ্চতা 2247 মিটার।
  272. আটলান্টিক মহাসাগর ও ভূ-মধ্যসাগরের মধ্যে অবস্থিত প্রণালীটির নাম জিব্রাল্টার প্রণালী।
  273. প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র হনুলুলুতে অবস্থিত।
  274. ভারতের বৃহত্তম তাম্র কারখানাটি মৌভাণ্ডার অঞ্চলে অবস্থিত।
  275. ভারতের বৃহত্তম দুগ্ধ উৎপাদন সংস্থা (আমূল) গুজরাট রাজ্যের আনন্দ ও হিম্মত নগরে অবস্থিত।
  276. নাগার্জুন সাগর প্রকল্প অন্ধ্রপ্রদেশে অবস্থিত।
  277. ভারত ও বাংলাদেশর মধ্যে তিন বিঘা করিডর অবস্থিত।
  278. আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত।
  279. ভারতের বৃহত্তম পেট্রোলিয়ায় কমপ্লেক্সটি বরােদায় অবস্থিত।
  280. High Altitude Research Centre গুলমার্গে অবস্থিত।
  281. দক্ষিণ ভারতের শ্রেষ্ঠতম মন্দির ‘মিনাক্ষী মন্দির' মাদুরাইতে অবস্থিত।
  282. ভােরঘাট পাস মহারাষ্ট্রে অবস্থিত।
  283. ভারতের Rock Garden চন্ডীগড়ে অবস্থিত।
  284. ভারতের দীর্ঘতম বাঁধ হিরাকুদ।
  285. পৃথিবীর দীর্ঘতম খালের নাম গ্যান্ড ক্যানেল ।
  286. পশ্চিমবঙ্গের মালদহ জেলার একটি অঞ্চল দিয়ারানামে পরিচিত।
  287. গারাে পাহাড়ের সর্বচ্চ শৃঙ্গ নকরেক ।
  288. ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন 1956 সালে হয়েছিল।
  289. হ্যারিকেন পশ্চিম ভারতে দেখা যায়।
  290. পশ্চিমবঙ্গের গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ১৭৫ সেন্টিমিটার।
  291. মেধা পাটেকরনর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত।
  292. ভারতের স্ট্যান্ডার্ড টাইম এলাহাবাদ শহরের স্থানীয় সময় অনুসারে গণনা করা হয়।
  293. জম্মু ও কাশ্মীর রাজ্যের একটি শহরের নাম পহেলগাম।
  294. ভিলাই লৌহ-ইস্পাত কারখানাটি পূর্বতন সােভিয়েত ইউনিয়ন দেশের সহযােগিতায় গড়ে উঠেছে।
  295. অলিফিন কমপ্লেক্স পেট্রোকেমিক্যালশিল্প শিল্পের জন্য বিখ্যাত।
  296. আমন ব্রিজ ভারত – পাকিস্তান দেশ দুটিকে যুক্ত করেছে।
  297. বিশ্বে চিনির ভান্ডার বলে পরিচিত কিউবা।
  298. স্কটল্যান্ডকে Land of Cakes বলা হয়।
  299. নীলগিরি পাহাড়ে টোডা উপজাতি বাস করে।
  300. নাগপুরের সাথে বস্ত্র শিল্প সংযুক্ত।
  301. বাংলার বর্ধমান জেলার আসানসােল সবথেকে বেশি গরম পড়ে।
  302. পশ্চিমবঙ্গের কলকাতা জেলায় মহাকুমা নেই।
  303. ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার কেন্দ্রটি পূর্ব উপকূলে আছে।
  304. গ্রিস দেশের ভূগােলবিদ সর্বপ্রথম Geography শব্দটি ব্যবহার করে।
  305. মওসুম আরবি ভাষার শব্দ এবং এর অর্থ ঋতু ।
  306. গ্রিনিচের সঠিক সময় ক্রনােমিটার ঘড়ি থেকে জানা যায়।
  307. আন্তর্জাতিক তারিখ রেখা জলভাগ ভাগের উপর দিয়ে গেছে।
  308. সাইবেরিয়ার উ, পূর্ব অংশ অ্যালিউসিয়ান, ফিজি ও চ্যাথাম দ্বীপপুঞ্জের উপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা গেছে।
  309. আহ্নিক গতির ফলে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের পরিবর্তন হয়।
  310. Tsunami জাপানি শব্দ, এর অর্থ পােতাশ্রয়ের ঢেউ।
  311. 21 শে ডিসেম্বর সূর্যের উত্তরায়ন শুরু হয়।
  312. পাললিক শিলায় শিলায় জীবাশ্ম দেখা যায়।
  313. মালদা জেলা বরেন্দ্রভূমির অন্তর্গত।
  314. ফিবােস ও ডিমােস মঙ্গল গ্রহের উপগ্রহ।
  315. ভারতের কেরল রাজ্যে পুরুষের তুলনায় মহিলার অনুপাত বেশী।
  316. সিন্ধু নদ পাকিস্তান দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
  317. সমুদ্রে জাহাজের অবস্থান নির্ণয় করা হয়,ক্রোনােমিটারের সাহায্যে।
  318. চিপকো আন্দোলনের অন্যতম স্লোগান ছিল “Ecology is Permanent Economy”।
  319. বাংলার পুরুলিয়া জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ।
  320. রাউরকেল্লা ইস্পাত কারখানাটি পশ্চিম জর্মানী র সহযােগিতায় গড়ে উঠেছে।
  321. প্লাস্টিক শিল্পে ভারতে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল(দাক্ষিণাত্য) প্রথম স্থান অধিকার করে।
  322. জোজিলা গিরিপথ শ্রীনগর ও লের মধ্যে সংযােগ রক্ষা করে।
  323. দক্ষিণ ভারতের নারকেল গাছকে ‘সবুজ সােনা’ বলা হয়।
  324. পেট্রো - রসায়ন শিল্পকে শিল্প দানব বলা হয়।
  325. ভারত সুয়েজ খালের মাধ্যমে সবচেয়ে বেশি বিশ্ব বাণিজ্য করে থাকে।
  326. আন্তর্জাতিক পর্যটন দিবস কবে পালিত হয় ১৭ ই সেপ্টেম্বর।
  327. আন্তর্জাতিক ধান গবেষণা সংস্থা ফিলিপিনস – এর ম্যানিলায় গড়ে উঠেছে।
  328. প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা গেছে।
  329. আন্তর্জাতিক তারিখ রেখাটি ১৮০ডিগ্রী পূর্ব ও পশ্চিম দ্রাঘিমা রেখা।
  330. আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত হয় ২রা ফেব্রুয়ারি।
  331. ভারতে রেল-ইঞ্জিন তৈরী করে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লােকোমােটিভ ওয়াকর্স ।
  332. নিম্বাস মেঘে বৃষ্টি হয়।
  333. কোন কৃষিজ ফসল রাগির অপর নাম মারুয়া।
  334. রাশিয়া র সবচেয়ে বেশি সংখ্যক স্ট্যান্ডার্ড সময় আছে।
  335. স্টাটোকিউমুলাস মেঘে শীতকালে বৃষ্টিপাত হয়।
  336. হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায় এক্সোমন্ডলে।
  337. সূর্য কোন অক্ষাংশের উপর লম্বভাবে কিরণ দিলে তাকে বলে বিষ্ণলম্বা(২৩.৫ডিগ্রী উত্তর : ২৩.৫ডিগ্রী দক্ষিণ)।
  338. পরিক্রমণ গতিকে বার্ষিক গতি বলে।
  339. পৃথিবীর আবর্তন গতিকে আহ্নিক গতি বলে।
  340. ভারতের রাজস্থান, গুজরাট, কাথিয়াওয়ার অঞ্চলে মরু মৃত্তিকা দেখা যায়।
  341. তুতিকোরিন মুক্তো চাষের জন্য বিখ্যাত।
  342. মঙ্গল গ্রহকে লােহিত গ্রহ বলা হয়।
  343. নকরেক গারাে পাহারের সর্বচ্চ শৃঙ্গ।
  344. ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে।
  345. পেট্রো - রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়।
  346. হরিদ্বারে গঙ্গা সমভূমিতে অবতরন করেছে।
  347. পাণ্ডুয়ার আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের মালদহ জেলায় অবস্থিত।
  348. মূল মধ্যরেখা যুক্তরাজ্যের লন্ডন শহরের গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে।
  349. মূল মধ্যরেখার মান কত ০ডিগ্রী ।
  350. সুমেরুর অক্ষাংশ ৯০ডিগ্রী ।
  351. কুমেরুর অক্ষাংশ ৯০ডিগ্রী।
  352. কর্কটক্রান্তি ২৩.৫ডিগ্রী উত্তর।
  353. মকরক্রান্তি ২৩.৫ডিগ্রী দক্ষিণ।
  354. সুমেরুবৃত্ত ৬৬.৫ডিগ্রী উত্তর ।
  355. কুমেরুবৃত্ত ৬৬.৫ডিগ্রী দক্ষিণ।
  356. দ্রাঘিমা রেখার অপর নাম মধ্যরেখা।
  357. উচ্চ অক্ষাংশ ৬০ডিগ্রী-৯০ডিগ্রী ।
  358. নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা পরস্পর ছেদ করলে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ ০ডিগ্রী।
  359. নিরক্ষরেখার অক্ষাংশ ০ ডিগ্রী।
  360. ফরাসি বিজ্ঞানী ফুকো, ১৮৫১ সালে আহ্নিক গতির প্রমাণ দেন।
  361. রাউরকেল্লা ইস্পাত কারখানাটি জার্মানীর সহযােগিতায় গড়ে উঠেছে।
  362. পাঞ্জাব রাজ্যকে ভারতের শষ্যভান্ডার বলা হয়।
  363. রােম শহরকে “নীরব শহর” বলা হয়।
  364. হাওড়া জেলা ভারতের গ্লাসসাে নামে পরিচিত।
  365. স্ট্রাটোস্থিযার স্তরে ওজোন (03) গ্যাসের প্রাধান্য আছে।
  366. পৃথিবীর মেরু অঞ্চলে সারা বছর শীতকাল।
  367. ইউরােপা উপগ্রহ বৃহস্পতি গ্রহের।
  368. ভারতে মােট বিদ্যুৎ উৎপাদনের বেশীর ভাগ বিদ্যুৎ দেশের তাপ বিদ্যুৎ কেন্দ্রসমূহে উৎপাদিত হয়।
  369. পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় এন্ডি পােকার চাষ হয়।
  370. ' দিয়ারা' অঞ্চলটি বাংলার মালদা জেলার সঙ্গে যুক্ত ।
  371. আমুদরিযা পামীর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে।
  372. ঔষধশিল্পে ভারতে প্রথম কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলের প্রাধান্য রয়েছে।
  373. সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে স্থানীয় সময় নির্ণয় করা যায়।
  374. ভারতের পূর্বতম স্থান হল অরুণাচল প্রদেশের কিবিথু।
  375. ভারতের উত্তরতম স্থান হল কাশ্মীরের ইন্দিরা কল।
  376. ভারতের উত্তর-দক্ষিণের দৈর্ঘ্য 3,241 কিমি।
  377. ভারতের পূর্ব-পশ্চিমের দৈর্ঘ্য 2.933 কিমি।
  378. ভারতের স্থলভাগের পরিসীমা 15,200 কিমি।
  379. ভারত ও আফগানিস্তানের মধ্যেকার সীমারেখা ডুরান্ড লাইন নামে পরিচিত।
  380. জীবাণুর কাজের ফলে মাটিতে হিউমাস সৃষ্টি হয়।
  381. হিউমাস খনিজ পদার্থে রূপান্তরিত হয়ে মাটিতে পুনরায় ফিরে আসে।
  382. উত্তম জলনিকাশি ব্যবস্থাযুক্ত উচ্চ পার্বত্য অঞ্চলের মাটির রং হয় লালচে।
  383. সিরােজেম মাটি ভারতের থর মরুভূমিতে দেখা যায়।
  384. ভারতের বৃহত্তম নদী-উপত্যকা পরিকল্পনাটির নাম ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা।
  385. বিঘাপ্রতি ফলন তামিলনাড়ুতে সর্বোচ্চ।
  386. ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধান চাষের পক্ষে উপযোগী।
  387. জোয়ার, বাজরা, রাগী প্রভৃতি দানা শস্যকে মিলেটস বলে।
  388. পাটকে সোনালী আঁশ বলে।
  389. পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাল পাট চাষ হয় গঙ্গা ব্রহ্মপুত্রের ব-দ্বীপ অঞ্চলে।
  390. চুন মেশানো উর্বর দোঁয়াশ মাটি বা কৃষ্ণ মৃত্তিকায় তুলা চাষ ভাল হয়।
  391. শীতের শুরুতেই যেসব ফসলের চাষ শুরু হয় এবং গ্রীষ্মের প্রারম্ভেই সংগ্রহ করা হয় তাদের বলে রবি শস্য। যেমন- গম, যব।
  392. গ্রীষ্মকালে, বর্ষার শুরুতেই অর্থাৎ দক্ষিন-পশ্চিম মৌসুমী বায়ু আগমণের সময় যেসব ফসলের চাষ আরম্ভ হয় এবং হেমন্তকালে সংগ্রহ করা হয়, সেগুলিকে বলে খারিফ শস্য। যেমন- ধান, তুলো, পাট, আখ, ভুট্টা, জোয়ার ,বাজরা, রাগী প্রভৃতি।
  393. মৃত্তিকা ক্ষয়ের সর্ব প্রধান কারণ গাছ কাটা।
  394. ভারতের ত্রিপুরা রাজ্যে সেচ-সেবিত কৃষিজমির পরিমাণ সর্বনিম্ন।
  395. ভারতের থর মরুভূমি অঞ্চলে চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে।
  396. ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল গোয়া।
  397. জওহর হল পৃথিবীর দীর্ঘতম সুড়ঙ্গপথ।
  398. মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলে।
  399. ভারতের প্রাচীনতম পর্বত আরাবল্লি।
  400. সাংপো নদী নামচাবারওয়া গিরিখাতের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে।
  401. শ্রীনগর অবস্থিত ডাল হ্রদের তীরে।
  402. ঋতু পরিবর্তন ভারতে জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য।
  403. পশ্চিমবঙ্গে শরৎকালে সৃষ্ট ঘূর্ণিঝড়কে আশ্বিনের ঝড় বলে।
  404. টাইটানিয়াম অক্সাইড থাকায় কৃষ্ণ মৃত্তিকার রং কালো।
  405. ভারতে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে চিরহরিৎ জাতীয় অরণ্য দেখা যায়।
  406. ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
  407. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে 10° প্রণালী।
  408. তাপ্তী নদী মহাদেব পর্বতের মূলতাই উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে।
  409. পলি মৃত্তিকার প্রধান ফসল ধান।
  410. ভারত তথা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যটির নাম সুন্দরবন।
  411. কার্বনিক অ্যাসিড চুনাপাথরে বিক্রিয়া ঘটিয়ে ক্যালশিয়াম বাই কার্বনেট তৈরি করে।
  412. চেস্টনাট ও সিরােজেম মরু জলবায়ু অঞ্চলের মাটি।
  413. ভারতের সেচ-সেবিত কৃষিজমির ৪০ ভাগ সেচখালের মাধ্যমে জলসেচ করা হয়।
  414. পশ্চিমবঙ্গের একটি নিত্যবহ খালের নাম মেদিনীপুর খাল।
  415. রবি শস্য শীতের শুরুতে চাষ করা হয়।
  416. আউশ ধান ভারতে শ্রীষ্মকালে কালবৈশাখীর বৃষ্টিতে লাগানো হয় এবং ভাদ্র-আশ্বিন মাসে কাটা হয়।
  417. উর্বর দোঁয়াশ মাটিতে গম চাষ ভাল হয়।
  418. ভারতের পশ্চিমবঙ্গ পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে।
  419. ভারতের কলকাতা বন্দরের মাধ্যমে সর্বাধিক চা রপ্তানি হয়।
  420. ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ মালদ্বীপ।
  421. ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ চীন।
  422. মায়ানমারের রাজধানীর নাম নেপিডো (Naypyidaw)।
  423. পাকিস্তানের রাজধানীর নাম ইসলামাবাদ।
  424. মায়ানমারের দীর্ঘতম নদীর নাম ইরাবতী।
  425. শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর নাম মহাবলী গঙ্গা।
  426. পাকিস্তানের দীর্ঘতম নদীর নাম সিন্ধু।
  427. আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম হেলমন্দ।
  428. ভুটানের দীর্ঘতম নদীর নাম মানস।
  429. নেপালের দীর্ঘতম নদীর নাম কর্ণালী নদী।
  430. নেপালের রাজধানীর নাম কাঠমান্ডু।
  431. ভুটানের রাজধানীর নাম থিম্পু।
  432. নেপালের প্রধান কৃষিজ ফসলের নাম ধান।
  433. মায়ানমারের প্রধান কৃষিজ ফসল ধান।
  434. বাংলাদেশের প্রধান শিল্প পাট শিল্প।
  435. দারুচিনির দ্বীপ কাকে বলা হয় শ্রীলঙ্কাকে।
  436. নেপালের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট।
  437. ‘মালনাদ’ শব্দের অর্থ পাহাড়ি এলাকা।
  438. পূর্বাচলের সর্বোচ্চ শৃঙ্গ দাফাবুম।
  439. শ্রীহরিকোটা দ্বীপে ভারতের মহাকাশ বিজ্ঞান গবেষণাকেন্দ্রটি অবস্থিত।
  440. পরেশনাথ পাহাড় ছোটোনাগপুর মালভূমির সর্বোচ্চ অংশ।
  441. ভারতের একটি আগ্নেয় দ্বীপপুঞ্জ হল আন্দামান নিকোবর।
  442. ভারতের একটি প্রবাল দ্বীপপুঞ্জ হল লাক্ষাদ্বীপ।
  443. ‘কচ্ছ’ শব্দের অর্থ জলময় দেশ।
  444. হিমালয় পৃথিবীর উচ্চতম নবীন ভঙ্গিল পর্বত।
  445. ছত্তিশগড় সমভূমির দক্ষিণাংশ দণ্ডকারণ্য নামে পরিচিত।
  446. করমণ্ডল উপকুল ‘দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার’ নামে পরিচিত।
  447. সিন্ধু নদীর পাঁচটি উপনদীকে একত্রে পঞ্চনদ বলে।
  448. শতদ্রু সিন্ধুর প্রধান উপনদী।
  449. পদ্মা নদীর সঙ্গে মেশার পর ব্রম্মপুত্র নদের নাম মেঘনা।
  450. শোন গঙ্গার ডান তীরের উপনদী।
  451. যেসব নদীতে সারাবছর জল থাকে সেসব নদী থেকে খনন করা খালগুলিকে বলে নিত্যবহ খাল।
  452. দুটি নিত্যবহ খালের উদাহরণ উত্তরপ্রদেশের উচ্চগঙ্গা খাল এবং পূর্ব সমুনা খাল।
  453. ভারতের গঙ্গা সমভূমি অঞ্চলে ও পাঞ্জাব ও হরিয়ানায় নিত্যবহ খাল দ্বারা জলসেচ বেশি প্রচলিত।
  454. পশ্চিমবঙ্গের একটি নিত্যবহ খালের নাম মেদিনীপুর খাল।
  455. ভারতে পাঞ্জাব রাজ্যের কৃষিজমিতে জলসেচের সর্বাধিক সুবিধা আছে।
  456. উত্তর ভারতের একটি জলসেচ প্রকল্পের নাম ভাকরা-নাঙ্গাল বা কংসাবতী প্রকল্প।
  457. বহুমুখী নদী-উপত্যকা পরিকল্পনার প্রধান উদ্দেশ্য বন্যা নিয়ন্ত্রণ, জলসেচ ব্যবস্থার প্রসার, জলবিদ্যুৎ উৎপাদন, জলপথে পরিবহন, মাছচাষ, পানীয় জল সরবরাহ।
  458. একটি বহুমুখী নদী-উপত্যকা পরিকল্পনার নাম দামোদর উপত্যকা পরিকল্পনা।
  459. ভারতের বৃহত্তম নদী-উপত্যকা পরিকল্পনাটির নাম ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা।
  460. দামোদর নদ দুঃখের নদ নামে পরিচিত।
  461. ১৯৪৮ সালে দামোদর উপত্যকা পরিকল্পনা গ্রহণ করা হয়।
  462. মরু অঞ্চলের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হল সম্বর।
  463. তেহরী বাঁধ প্রকল্প গড়ে উঠেছে গঙ্গা নদীর ওপর ।
  464. চিত্রকূট জলপ্রপাতকে ‘ভারতের নায়াগ্রা’ বলে।
  465. দিহং, দিবং এবং লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রম্মপুত্র।
  466. দক্ষিণ ভারতে প্লাবন খালের প্রচলন বেশি।
  467. মানস ব্রহ্মপুত্রের বৃহত্তম উপনদী।
  468. ভারতে গ্রীষ্মকাল আদ্র এবং শীতকাল শুষ্ক প্রকৃতির হয়।
  469. ভারতে তিনটি পদ্ধতিতে জলসেচ করা হয়। যথা কূপ ও নলকূপ, জলাশয় এবং সেচখাল।
  470. ভারতের সেচ-সেবিত কৃষিজমির শতকরা ১৫ ভাগ জলাশয়ের মাধ্যমে জলসেচ করা হয়।
  471. ভারতের সেচ-সেবিত কৃষিজমির শতকরা ৩৮ ভাগ কূল ও নলকূপের মাধ্যমে জলসেচ করা হয়।
  472. ভারতের সেচ-সেবিত কৃষিজমির ৪০ ভাগ সেচখালের মাধ্যমে জলসেচ করা হয়।
  473. সেচখাল দুই ধরণের। যথা প্লাবন খাল ও নিত্যবহ খাল।
  474. যেসব নদী কেবল বর্ষার প্লাবনে জলপূর্ণ হয় এবং বছরের অন্য সময় ক্ষীণকায়া সেসব নদী থেকে খনন করা খালগুলিকে বলে প্লাবন খাল।
  475. দাক্ষিণাত্যের লাভা গঠিত মালভূমি অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় যা বা কৃষ্ণ কার্পাস মৃত্তিকা নামে পরিচিত।
  476. ভারতের উপকূল অঞ্চলের জলাভূমি ও শুষ্ক হ্রদে পিট জাতীয় কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়।
  477. প্লাবন ভূমি থেকে দূরে গঠিত প্রাচীন পলিমাটিকে ভাঙ্গার বলে।
  478. দোআঁশ মাটিতে বালি ও কাদা ভাগ প্রায় সমান।
  479. মরু ও মরু প্রায় অঞ্চলে বালুকা প্রধান মৃত্তিকাকে সিরোজেম বলে।
  480. যে মৃত্তিকায় চুনের ভাগ বেশি ও রং কালো প্রকৃতির হয় তাকে পেডোক্যাল মৃত্তিকা বলে।
  481. উচ্চ গাঙ্গেয় সমভূমির জলাভূমির মৃত্তিকাকে ধাঙ্কার বলে।
  482. পাহাড়ি অঞ্চলে বিভিন্ন উচ্চতায় ধাপ কেটে কেটে যে চাষ করা হয় তাকে ধাপ চাষ বলে।
  483. শিথিল মৃত্তিকার স্তরের মধ্য দিয়ে সরু সরু নালার আকারে যে মৃত্তিকা ক্ষয় হয় তাকে বলে রিল ক্ষয়।
  484. কারেওয়া মাটিতে জাফরান চাষ ভালো হয়।
  485. ল্যাটেরাইট মৃত্তিকা শুকানো অবস্থায় ইটের মত শক্ত ও ভিজে অবস্থায় থাকথকে হয়।
  486. ভারতের প্রায় 17 শতাংশ স্থান জুড়ে রয়েছে কৃষ্ণ মৃত্তিকা।
  487. সমুদ্র উপকূল অঞ্চলের জলবায়ু সারাবছরই সমভাবাপন্ন।
  488. শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে তেমন বৃষ্টিপাত হয় না।
  489. পশ্চিম উপকূলের তুলনায় পূর্ব উপকূলে বৃষ্টিপাত কম হয়।
  490. শীতকালে ভারতীয় ভূখণ্ডের ওপর উচ্চ চাপ বিরাজ করে।
  491. ‘মৌসুমি’একটি আরবি শব্দ, যার অর্থ হল ঋতু।
  492. কালবৈশাখী ঝড় উত্তর-পশ্চিম দিক থেকে আসে বলে এর অপর নাম নরওয়েস্টার।
  493. দক্ষিণ-পূর্ব আয়ন বায়ুর রূপভেদ হল উত্তর-পূর্ব মৌসুমি বায়ু।
  494. পূর্ব হিমালয় অপেক্ষা পশ্চিম হিমালয়ে বৃষ্টিপাতের পরিমাণ কম।
  495. ডেকানট্র্যাপ অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকার মৃত্তিকার প্রাধান্য বেশি।
  496. রাজস্থানের লুনি নদীর অববাহিকায় বালি দ্বারা গঠিত পলিমাটি লোয়েস নামে পরিচিত।
  497. যেসব বীজ থেকে তেল নিষ্কাষণ করা হয় সেগুলিকে বলে তেলবীজ।
  498. তেলবীজ দুই ধরণের। যথা –ভক্ষ্য তেলবীজ এবং অভক্ষ্য তেলবীজ।
  499. কয়েকটি ভক্ষ্য তেলবীজের উদাহরণ সরষে, তিল, চিনাবাদাম, নারিকেল।
  500. দুটি অভক্ষ্য তেলবীজের উদাহরণ তিসি এবং রেড়ি।
  501. যেসব ফসল বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জুন করা হয় তাদের অর্থকরী ফসল বলে। যেমন পাট, তুলো, আখ, তামাক।
  502. ভারতের দুটি প্রধান অর্থকরী ফসলের নাম তুলো, পাট।
  503. দক্ষিণ ভারতের একটি অর্থকরী ফসলের নাম আখ।
  504. প্রধানত রপ্তানি বা বাণিজ্যের জন্য যেসব ফসল উৎপাদন করা হয় সেগুলিকে বাণিজ্য ফসল বলে।
  505. ভারতের সর্বোচ্চ বাঁধ হিমাচল প্রদেশের শতদ্রু নদীর ওপর নির্মিত ভাকরা বাঁধ। (২২৬ মিটার)।
  506. ভারতের পশ্চিমতম স্থানের নাম গুজরাটের গুহার মোটি।
  507. মহীশুর নামক দেশীয় রাজ্যটির বর্তমান নাম কর্ণাটক।
  508. ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম র‍্যাডক্লিফ লাইন।
  509. ভারতের উপকূলের দৈর্ঘ্য 5,700 কিমি।
  510. শ্রীলঙ্কা দেশটি পক প্রণালী দ্বারা ভারত থেকে বিচ্ছিন্ন।
  511. ভারতে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন অঞ্চলে দেখা যায়।
  512. ভারতে সবচেয়ে বেশি দেখা যায় শুষ্কপর্ণমোচী অরণ্য।
  513. বর্তমান ভারতে 19.45% শতাংশ বনভূমি রয়েছে।
  514. রডোডেনড্রন, নাক্সভমিকা প্রভৃতি আল্পীয় বনভূমির উদ্ভিদ।
  515. প্রাকৃতিক পরিবেশে যেসব উদ্ভিদ জন্মায় তাদের স্বাভাবিক উদ্ভিদ বলে।
  516. কোনো স্থানের স্বাভাবিক উদ্ভিদ সেখানকার জলবায়ুর ওপর নির্ভর করে।
  517. সাবাই ঘাস শুষ্ক পর্ণমোচী বনভূমির অন্তর্গত।
  518. এঁটেল মাটির শতকরা 70 ভাগই হল কাদা।
  519. ভারতের অধিকাংশ কৃষিকাজ পলল মাটিতেই হয়।
  520. পার্বত্য মৃত্তিকা ধূসর বর্ণের।
  521. জোয়ার, বাজরা প্রভৃতি মরু মৃত্তিকার ফসল।
  522. চন্দন গাছ পর্ণমোচী বনভূমির অন্যতম বৃক্ষ।
  523. 100-200 cm সেমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে পর্ণমোচী উদ্ভিদ জন্মাতে দেখা যায়।
  524. ডেকানট্র্যাপকে ‘দাক্ষিণাত্যের সিঁড়ি’ বলে।
  525. বৃহৎ ও ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে ডানকান প্রণালী।
  526. কাথিয়াবাড় উপদ্বীপের নীচু জলাভূমিকে বলে নলহুদ।
  527. কাশ্মীর উপত্যকার উর্বর পলিস্তরকে কারেওয়া বলে।
  528. টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ লিওপারগেল।
  529. লাক্ষাদ্বীপ, মিনিকয় ও আমিনদিভি দ্বীপপুঞ্জের বর্তমান নাম লক্ষদ্বীপ।
  530. গঙ্গার প্রধান উপনদীর নাম যমুনা।
  531. গঙ্গার প্রধান শাখানদীর নাম পদ্মা।
  532. খাম্বা উপসাগরে নর্মদা নদী পতিত হয়েছে।
  533. শিবসমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীতে অবস্থিত।
  534. ভারতের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির।
  535. পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিচ্ছায় অঞ্চল হল দাক্ষিণাত্য মালভূমি।
  536. ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থানটির নাম মৌসিনরাম।
  537. জলপ্রবাহ দ্বারা মৃত্তিকার উপরের স্তরের ক্ষয় হলে তাকে পাতক্ষয় বলে।
  538. কৃষিক্ষেত্রে জলপ্রবাহের আঘাতে যে মৃত্তিকা ক্ষয় হয় তাকে প্রণালী ক্ষয় বলে।
  539. ভারত সরকার 1980 খ্রিস্টাব্দে বনভূমি সংরক্ষণ আইন বলবৎ করেছে।
  540. ভারতে সামাজিক বনসৃজন প্রকল্প 1976 খ্রিস্টাব্দে শুরু হয়।
  541. শাল গাছ থেকে ধুনো পাওয়া যায়।
  542. পাইন গাছ থেকে রজন পাওয়া যায়।
  543. মরু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদকে জেরোফাইট বলে।
  544. ক্ষুদ্রকণা বিশরণ গ্রানাইট শিলায় শিলায় ঘটে থাকে।
  545. মাটি গঠনের পূর্বে আবহবিকারের ফলে রেগােলিথ সৃষ্টি হয়।
  546. রাসায়নিক বিক্রিয়ার ফলে মাটি থেকে কার্বন ডাইঅক্সাইড অপসারিত হয়।
  547. কাদামাটির জলধারণ ক্ষমতা বেশি।
  548. জলনিকাশি ব্যবস্থা ভালাে না হলে নিম্ন পার্বত্য অংশে সবুজ, ধূসর, নীলচে ধূসর রঙের মাটি সৃষ্টি হয়।